بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে ?

فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
সে তাে সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়

وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ
এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের,

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন,

الَّذِينَ هُمْ يُرَاؤُونَ
যাহারা লােক দেখানাের জন্য উহা করে,

وَيَمْنَعُونَ الْمَاعُونَ
এবং গৃহস্থালীর প্রয়ােজনীয় ছােট-খাট সাহায্য দানে বিরত থাকে।