بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
আমি অবশ্যই তােমাকে কাওছার দান করিয়াছি।

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
সুতরাং তুমি তােমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানী কর ।

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
নিশ্চয়ই তােমার প্রতি বিদ্বেষ পােষণকারীই তাে নির্বংশ।