بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
বল, ‘আমি শরণ লইতেছি ঊষার স্রষ্টার

مِن شَرِّ مَا خَلَقَ
‘তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
‘অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের, যখন উহা গভীর হয়

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
‘এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের, যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এবং অনিষ্ট হইতে হিংসুকের, যখন সে হিংসা করে।