শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বল, ‘তিনিই আল্লাহ্, এক—অদ্বিতীয়,
اللَّهُ الصَّمَدُ
‘আল্লাহ্ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁহার মুখাপেক্ষী;
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাঁহাকেও জন্ম দেওয়া হয় নাই,
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
এবং তাঁহার সমতুল্য কেহই নাই।
0 Comments
Post a Comment