শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
বল, ‘আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের,
مَلِكِ النَّاسِ
মানুষের অধিপতির,
إِلَهِ النَّاسِ
মানুষের ইলাহের নিকট
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
আত্মগােপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
‘যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
‘জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে
0 Comments
Post a Comment