بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই,

الرَّحْمـنِ الرَّحِيمِ
যিনি দয়াময়, পরম দয়ালু,

مَـالِكِ يَوْمِ الدِّينِ
কর্মফল দিবসের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা শুধু তােমারই ইবাদত করি, শুধু তােমারই সাহায্য প্রার্থনা করি,

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
আমাদিগকে সরল পথ প্রদর্শন কর,

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
তাহাদের পথ, যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ-নিপতিত ও
পথভ্রষ্ট