بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
ধ্বংস হউক আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক, সে নিজেও। 

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
উহার ধন-সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ
অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
তাহার গলদেশে পাকান রজ্জু ।