بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
বল, ‘হে কাফিররা!

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
‘আমি তাহার ‘ইবাদত করি না যাহার ইবাদত তােমরা কর

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তােমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি,

وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
‘এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তােমরা করিয়া আসিতেছ।

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
‘এবং তােমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি ।

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
‘তােমাদের দীন তােমাদের, আমার দীন আমার।